হাদির মৃত্যুতে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়, মহাসড়ক অবরোধ
বরিশালের সন্তান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নেতা ওসমান হাদি হত্যার বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাস। হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে মিছিল নিয়ে ভোলা রোড হয়ে গ্রাউন্ডফ্লোরে এসে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। প্রতিবাদ সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের তিন নাম্বার গেটের সম্মুখে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। প্রায় আধা ঘণ্টা স্থায়ী এই অবরোধে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় শিক্ষার্থীরা নানা প্রতিবাদী স্লোগানে রাজপথ উত্তাল করে তোলেন।তারা "হাদির বুকে গুলি কেন, প্রশাসন জবাব দে! "দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা! "আজাদী না রাজপথ, রাজপথ রাজপথ! "গোলামী না রাজপথ, রাজপথ রাজপথ! একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর স্লোগান দিতে থাকে।
বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশালের সাবেক সদস্য সচিব ওয়াহিদুর রহমান বলেন, "আমাদের বিপ্লবকে ধূলিসাৎ করার জন্য ভারতীয় তৎপরতা গোষ্ঠী এবং আওয়ামী লীগকে যারা আশ্রয় দিচ্ছে, তারা আমাদের ঘাড়ে বসেই ষড়যন্ত্র করছে। বাংলাদেশে আর কোনো বিপ্লবীর অবস্থা যেন হাদি ভাইয়ের মতো না হয়। এখন থেকে প্রতিটি বিপ্লবীর নিরাপত্তা স্বরাষ্ট্র উপদেষ্টাকেই নিশ্চিত করতে হবে।"
ববি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আতিক আব্দুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করে বলেন, "আমরা মনে করি হাদি হত্যার পেছনে অন্তর্বর্তীকালীন সরকারের সরাসরি হাত রয়েছে। হাদি বরিশালের সন্তান। বাংলাদেশে যদি আর কোনো হাদির জন্ম হয়, তবে তা এই বরিশাল বিশ্ববিদ্যালয় থেকেই হবে।"



























