মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫:১৫, ৩০ ডিসেম্বর ২০২৫

জাবির ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

জাবির ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।

এ বছর ‘এ’ ইউনিটে মোট ৬০ হাজার ৩৫১ জন ভর্তিচ্ছু আবেদন করেন। বিপরীতে এই ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ৪২৬টি। সে হিসেবে প্রতি আসনের জন্য গড়ে প্রায় ১৪১ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর শুরু হয়ে ২৯ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফলাফল জানতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট https://ju-admission.org/ ভিজিট করা যাবে।

জনপ্রিয়