খালেদা জিয়া আমাদের মাতৃস্নেহে দেখতেন : ডা. জাহিদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “খালেদা জিয়া একদিকে যেমন সত্যিকারের অভিভাবকের ভূমিকা পালন করতেন, অন্যদিকে মাতৃস্নেহে আমাদের আগলে রাখতেন। তাঁর বাসায় গেলে কোনো দিন কেউ কিছু না খেয়ে ফিরে আসেননি।”
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন তিনি। উল্লেখ্য, ডা. জাহিদ দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডা. জাহিদ বলেন, “খালেদা জিয়া সব সময় দেশের কথা, দেশের মানুষের কথা এবং দেশের স্বাধীনতার পক্ষে কথা বলার বিষয়টি গুরুত্ব দিতেন। মানুষের কষ্ট হয়—এমন কোনো কার্যক্রমে তিনি কখনো উৎসাহ দেননি।”
তিনি আরও জানান, চিকিৎসা গ্রহণের ক্ষেত্রেও খালেদা জিয়া অত্যন্ত সচেতন ছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত চিকিৎসা নিতেন এবং তাদের নির্দেশনা মেনে চলার সর্বোচ্চ চেষ্টা করতেন।



























