মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪:০৮, ৩০ ডিসেম্বর ২০২৫

দিল্লি ফেরত হাইকমিশনারকে নিয়ে বৈঠক করলেন দুই উপদেষ্টা

দিল্লি ফেরত হাইকমিশনারকে নিয়ে বৈঠক করলেন দুই উপদেষ্টা
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনায় নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে নিয়ে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি এবং ময়মনসিংহে পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন করে চাপের মুখে পড়ে। এ ঘটনাকে ঘিরে ভারতে অবস্থানরত বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর প্রেক্ষাপটে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভিসা ও কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ করে দেয় ঢাকা।

এদিকে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হিন্দুত্ববাদী তিনটি সংগঠন হামলা চালায়। পরবর্তীতে নিরাপত্তাজনিত কারণে ওই ভিসা কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার ঘটনাও দুই দেশের সম্পর্ককে একাধিক চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

মঙ্গলবার উপদেষ্টার পরিষদের বিশেষ বৈঠক শেষে বেলা ১২টার কিছু আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা একসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। এর আগেই সেখানে উপস্থিত হন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। এরপর প্রায় আধঘণ্টা ধরে পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে হাইকমিশনারকে সঙ্গে নিয়ে দুই উপদেষ্টা বৈঠক করেন।

উল্লেখ্য, এর আগে গত ২৩ ডিসেম্বর সকালে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এর প্রতিক্রিয়ায় সেদিন বিকেলে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে।

জনপ্রিয়