বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:০৭, ২৭ জানুয়ারি ২০২৬

ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৯২ শতাংশই ফেল

ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৯২ শতাংশই ফেল
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ফল প্রকাশিত হয়। এবার পরীক্ষায় ৭.৪৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, আর ৯২.৫৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি।

বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২৭ ডিসেম্বর ২০২৫। মোট ১,৮৯১ আসনের বিপরীতে ১,১৪,১১৪ জন আবেদন করেছিলেন। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৭,৬২১, যার মধ্যে বিজ্ঞান শাখার ৭,২১২, মানবিক শাখার ৩০০ এবং ব্যবসায় শিক্ষা শাখার ১০৯ জন শিক্ষার্থী রয়েছেন। এছাড়া বাতিল করা হয়েছে ৪,২৭৮ জন আবেদনকারীকে।

ফল জানা যাবে যেভাবে

ভর্তির ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) গিয়ে উচ্চমাধ্যমিক রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক রোল নম্বর দিয়ে লগইন করে ফলাফল দেখা যাবে।

এসএমএসে গ্রামীণফোন, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU SCI <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএস-এ ফলাফল জানা যাবে। (উদাহরণ: DU SCI 1234567)।

উত্তীর্ণ শিক্ষার্থীরা ২৭ জানুয়ারি বিকেল ৩টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল ৩টা পর্যন্ত বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রমের ফরম পূরণ করতে পারবেন। এছাড়া বিভিন্ন কোটায় আবেদনকারীরা ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংশ্লিষ্ট কোটার ফরম সংগ্রহ করে জমা দিতে পারবেন।

ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ২৭ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। পুনঃনিরীক্ষণের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে ৩ ফেব্রুয়ারি ২০২৬।