বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৯, ২৭ জানুয়ারি ২০২৬

যবিপ্রবি ও ইনমাস যশোরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

যবিপ্রবি ও ইনমাস যশোরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস (ইনমাস) যশোর ব্রাঞ্চের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। 

সোমবার (২৬ জানুয়ারি)এ চুক্তি স্বাক্ষরিত হয়। তিন বছর মেয়াদি এই সমঝোতা স্মারক ভবিষ্যতে নবায়নের সুযোগ থাকবে। 

চুক্তি অনুযায়ী যবিপ্রবির বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা ইনমাস যশোরে ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। এসব ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীরা নিউক্লিয়ার মেডিসিন সংশ্লিষ্ট আধুনিক যন্ত্রপাতি, ক্লিনিক্যাল কার্যক্রম এবং নিরাপত্তা ব্যবস্থার ওপর হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করবে। 

একই সঙ্গে শিক্ষক ও গবেষকদের জন্য যৌথ গবেষণা, ল্যাব সুবিধা ব্যবহার এবং যৌথ গবেষণা প্রকাশনার সুযোগ থাকবে। একইসঙ্গে উভয় প্রতিষ্ঠানের শিক্ষক ও গবেষকদের অংশগ্রহণে একাডেমিক ও ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, সেমিনার, কর্মশালা এবং বিভিন্ন জ্ঞান বিনিময় কার্যক্রম আয়োজনের বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়াও সমঝোতা স্মারকের আওতায় যবিপ্রবির বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইনমাস যশোর যৌথভাবে নিউক্লিয়ার মেডিসিন, মেডিকেল ইমেজিং, রেডিওফার্মাসিউটিক্যালস, রেডিয়েশন থেরাপি, বায়োমেডিক্যাল ইন্সট্রুমেন্টেশন এবং স্বাস্থ্যসেবা প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করবে।

সমঝোতা স্মারকে ইনমাস যশোরের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক ড. জামিউল হোসাইন। যবিপ্রবির বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পক্ষে স্বাক্ষর করেন বিভাগের চেয়ারম্যান ড. হাসান মোহাম্মদ আল-ইমরান। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন বিএইসি ঢাকা ব্রাঞ্চের পরিচালক ড. মো. মুস্তাফিজুর রহমান এবং এর প্রধান এ. টি. এম. গোলাম কিবরিয়া। এছাড়াও যবিপ্রবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. আনাস আলী ও সহকারী রেজিস্ট্রার মো. মাহমুদুন্নবী।