বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১:৫৪, ২৯ জানুয়ারি ২০২৬

জামায়াত নেতা খুনের প্রতিবাদে জবিতে বিক্ষোভ

জামায়াত নেতা খুনের প্রতিবাদে জবিতে বিক্ষোভ
ছবি: সংগৃহীত

শেরপুর-৩ আসনে নির্বাচনী ইশতেহার মঞ্চে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পুরান ঢাকার তাঁতিবাজার ঘুরে বিশ্বজিৎ চত্বরের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘তারেকের অনেক গুণ, হারার ভয়ে মানুষ খুন’, ‘নির্বাচনের প্রথম খুন’, ‘আমার ভাই মরল কেন’, ‘তারেক তুই জবাব দে’, ‘তারেক জিয়ার সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাহিন মিয়া বলেন, “বাংলার রাজনীতিতে একটি সন্ত্রাসী শক্তির উত্থান আমরা প্রত্যক্ষ করছি। এদের রুখতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই—সহিংস রাজনীতি পরিহার করে নতুন রাজনৈতিক ধারা শুরু করুন, অন্যথায় জনগণ আপনাদের প্রত্যাখ্যান করবে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) শিক্ষা ও গবেষণা সম্পাদক এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন, “ভিন্নমতের কারণে একজন মানুষকে হত্যা করা হয়েছে। আমরা আশা করেছিলাম আসন্ন নির্বাচন রক্তপাতহীন হবে। কিন্তু একটি গোষ্ঠী দেশে রক্তের রাজনীতি শুরু করেছে। রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের যে আশা ছিল, বাস্তবে তার বিপরীত চিত্র দেখা যাচ্ছে।”

সর্বশেষ