শনিবার ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯:১৩, ৮ নভেম্বর ২০২৫

দুঃখ প্রকাশ করে যা বললেন পরীমনি

দুঃখ প্রকাশ করে যা বললেন পরীমনি
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনির আয়োজিত একটি অনুষ্ঠানে অপমানিত হওয়ার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী প্রসূন আজাদ। অভিযোগে তিনি বলেন, শুধু লোকদেখানোর উদ্দেশ্যে আয়োজিত ওই পার্টিতে অতিথিদের অপমান করা হয়েছে এবং সেখানে কিছু ব্যক্তিকে রাখা হয়েছিল, যারা অতিথিদের পরিচয় জিজ্ঞেস করে বিব্রত করছিলেন।

এ বিষয়ে পরীমনি শুক্রবার (৭ নভেম্বর) ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি লেখেন— ‘প্রসূন আজাদ, আপনি আমাকে নিয়ে দীর্ঘ এক স্ট্যাটাসে লিখেছেন—‘আমি আমার লোকদেখানো পার্টিতে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসে অপমান করেছি! আপনি এও বলেছেন, আমি আমার নাম রৌশন করতে টাকা দিয়ে কতগুলো সান্ডা-পান্ডা লোক রাখি, তারা অনুষ্ঠানে আসা গেস্টদের জিজ্ঞেস করেন যে তারা কারা!’

অভিনেত্রী প্রসূন আজাদের উদ্দেশে তিনি বলেন, ‘আচ্ছা আপু, সত্যিই কি তোমার মনে হয় আমি তোমাকে ছোট ফিল করানোর জন্য তোমাকে আমার একটা স্পেশাল ইভেন্টে ইনভাইট করব? কখনোই না বোন।

তুমি নিজেও জানো আমি তোমাকে কতখানি পছন্দ করি। আমাদের কখনো দেখা হয়নি। তোমার একটা টিভি ইন্টারভিউ দেখে মুগ্ধ হয়ে আমি সাংবাদিক ইমু ভাইয়ের কাছ থেকে তোমার ফোন নাম্বার নিয়ে তোমাকে কল করেছিলাম। সেদিন কত কথা হলো আমাদের! তোমার মনে আছে, আমি তোমাকে প্রথম কী বলেছিলাম! বলেছিলাম, তুমি একজন পিওর সোল।

সত্যিকারের একজন খাঁটি মানুষ তুমি। তোমার বাচ্চাদের নিয়ে তোমার এই জার্নিটা সত্যিই আমাকে মুগ্ধ করে। তুমি একটা ইন্সপারেশন। তোমার খারাপ লেগেছে, তুমি আমাকে একটা টেক্সট তো করতে পারতা আপু!’ 

‘যাইহোক, আমার ওই অনুষ্ঠানে আমার হায়ার করা কোনো মানুষ ছিল না। যারা ছিলেন তারা ওই প্রতিষ্ঠানের ম‍্যানেজমেন্ট থেকে ছিলেন।

তারা কাউকে অপমান বা অসম্মান করার জন্য আপ্যায়নে ছিলেন না। তারা আমি এবং আমার সব গেস্টদের সার্বিক নিরাপত্তা দিতেই গেটে ছিলেন। ভাবুনতো, ওনারা গেটে এই সিকিউরিটিটা না দিলে ওই জায়গাটায় কি জনসাধারণের ভিড় ঠেকানো যেত? নাকি এত সুন্দর-শৃঙ্খল পরিবেশে পুরো অনুষ্ঠানটা শেষ করতে পারতাম! They are just doing their job my dear!’

দুঃখ প্রকাশ করে পরীমনি বলেন, ‘আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যারা ওই অনুষ্ঠানে এসেছিলেন তারা সবাই নিজ নিজ অবস্থানে কত বড় মানুষ। তারা কিন্তু কেউ ছোট ফিল করেননি। আপনি জানেন না হয়তো তাহলে, এই দেশের প্রচুর মানুষ এখনো আমার নাম জিজ্ঞেস করেন। এই তো সেদিন সিজেএফবির অনুষ্ঠানে আমাকে ইউরোর চেয়ারম্যান বললেন কী নাম তোমার? আমি তাতে মোটেও অবাক হইনি। বরং আমার ভালো লাগে আমার নাম বলতে। আমি পরীমনি। আমি খুবই দুঃখিত আপনার কাছে।’

জনপ্রিয়