মঙ্গলবার ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রাহায়ণ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:০৪, ১৬ নভেম্বর ২০২৫

‘স্বার্থপর’ ছবির পর খুনির সন্ধানে কোয়েল

‘স্বার্থপর’ ছবির পর খুনির সন্ধানে কোয়েল
ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার ছবি ‘স্বার্থপর’–এর বিপুল সাফল্যে যখন চারদিকে প্রশংসার ঢেউ, ঠিক তখনই নতুন ছবির ঘোষণা দিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তিনি। দীর্ঘ বিরতির পর ‘স্বার্থপর’ ছবিতে একেবারেই নতুনভাবে হাজির হয়ে দর্শকদের মন জয় করেন কোয়েল। পর্দায় তার অনবদ্য উপস্থিতি ছবিটিকে বিশেষ মাত্রা এনে দিয়েছে বলে মত সমালোচক–দর্শকদের।

দর্শকদের সেই আগ্রহ ও ভালোবাসার প্রতিফলনেই এবার নতুন প্রকল্পের খবর দিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করে কোয়েল লিখেছেন, ‘প্রমোশনের প্ল্যানিং চলছে। তোমাদের সবার সঙ্গে আবার দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে মিতিন মাসি। আসছে একটি খুনির সন্ধানে।’

পোস্ট করা ছবিগুলোতে কোয়েলের সঙ্গে দেখা গেছে তার স্বামী ও প্রযোজক নিসপাল সিং এবং খ্যাতিমান পরিচালক অরিন্দম শীলকে। ধারণা করা হচ্ছে, জনপ্রিয় চরিত্র মিতিন মাসিকে নিয়ে নতুন কিস্তির কাজ শুরু হয়েছে।

তবে ছবিটিতে কোয়েল ছাড়া আর কারা অভিনয় করবেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আগের ‘মিতিন মাসি’ ছবির অভিনয়শিল্পীদের কেউ নতুন পর্বে থাকছেন কিনা—সেটিও এখনো পরিষ্কার নয়।

এদিকে চলতি বছর দুর্গাপূজার সময় নিজের ছোট মেয়েকে প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছিলেন কোয়েল। এরপর দেবের সঙ্গে ‘রঘু ডাকাত’ ছবির প্রচারণাতেও তাকে দেখা গেছে। শুধু দর্শকেরাই নয়, ইন্ডাস্ট্রির নামী তারকারাও ‘স্বার্থপর’ ছবিতে কোয়েলের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন—শুভশ্রী, সায়নী ঘোষদের প্রশংসা তারই প্রমাণ।

জনপ্রিয়