পুরো সময়টায় সজাগ ছিলাম : সুস্মিতা সেন
হঠাৎ করেই দুই বছর আগে জীবন-মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। হৃদ্যন্ত্রে ৯৫ শতাংশ ব্লকেজ ধরা পড়ায় জরুরি ভিত্তিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হয় তাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথাই তুলে ধরেছেন এই তারকা।
সুস্মিতা জানান, এত বড় ঘটনার পরেও তিনি এক মুহূর্তের জন্যেও সচেতনতা হারাতে চাননি। বরং অ্যাঞ্জিওপ্লাস্টির পুরো প্রক্রিয়াটিতেই তিনি সম্পূর্ণ সজাগ ছিলেন।
সুস্মিতা বলেন, ‘আমার সব চিকিৎসকই বলবেন, আমি খুব অধৈর্য হয়ে পড়েছিলাম। অ্যাঞ্জিওপ্লাস্টির সময় আমি অচেতন হতে চাইনি। নিজেকে নিয়ন্ত্রণ করা আমার স্বভাবে রয়েছে।’
তার কথায়, ‘সেই স্বভাবই আমাকে অচেতন হতে সায় দেয়নি। আর এই জন্যই আমি বেঁচে ফিরেছি। আমার ভয় ছিল, অচেতন হওয়ার পরে ঘুমিয়ে পড়লে যদি আর কোনো দিন ঘুম না ভাঙে।’
অভিনেত্রীর ভাষ্যে, ‘পুরো সময়টায় আমি খুব সজাগ ছিলাম। যন্ত্রণার মুহূর্তে অবশ হতে চাইনি। আমি দেখতে চেয়েছিলাম, ঠিক কী হচ্ছে। আমার জ্ঞান ছিল। আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলাম। ওদের তাড়া দিচ্ছিলাম। কারণ, আমি আবার ছবির সেটে যাওয়ার জন্য মুখিয়ে ছিলাম।’



























