বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:০৪, ৩০ নভেম্বর ২০২৫

নতুন চমক নিয়ে আসছেন টেইলর সুইফট

নতুন চমক নিয়ে আসছেন টেইলর সুইফট
ছবি: সংগৃহীত

মার্কিন পপ তারকা টেইলর সুইফট এবার দর্শকদের জন্য নিয়ে এসেছেন বিশেষ এক চমক। শুক্রবার রাতে প্রকাশিত হয়েছে তার নতুন তথ্যচিত্র সিরিজ ‘ইরাস ট্যুর: দ্য এন্ড অব অ্যান এরা’–এর নতুন টিজার, যা প্রকাশের সঙ্গে সঙ্গেই ভক্তদের আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

তথ্যচিত্রটি নির্মিত হয়েছে সুইফটের বহুল আলোচিত *ইরাস ট্যুর* ঘিরে। ইনস্টাগ্রামে প্রকাশিত নতুন টিজারে ৩৫ বছর বয়সী এ গ্র্যামিজয়ী শিল্পী ভক্তদের জন্য শেয়ার করেছেন ট্যুরের বেশ কিছু আগে দেখা না–যাওয়া ফুটেজও।

টিজারে সুইফট ভক্তদের উদ্দেশে বলেন,“অনেক দিন ধরে আমরা এই ট্যুরের শেষের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর আজ আমরা আপনাদের জন্য সেই শেষ শো করতে যাচ্ছি। সবকিছুর জন্য কৃতজ্ঞতা। আমি কতটা রোমাঞ্চিত, তা ভাষায় বোঝাতে পারব না।”

ছয় পর্বের এই তথ্যচিত্রে থাকবে অপ্রকাশিত নানা ফুটেজ, জনপ্রিয় কয়েকটি গানের ম্যাশআপ, আর দীর্ঘ সফরকে ঘিরে মঞ্চের বাইরে সুইফটের কঠোর প্রস্তুতির গল্প। আরও থাকছে সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির প্রেমের শুরু ও সম্পর্কের নানা দিক, যা এই ট্যুর চলাকালীনই গড়ে ওঠে।

তথ্যচিত্রটি নিয়ে সুইফট জানান, “একটি ট্যুরের জন্য দীর্ঘ প্রস্তুতি প্রয়োজন। এটি আপনাকে শারীরিক এবং মানসিকভাবে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে। এই দীর্ঘ সফরে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেড়ানোর যে অনেক না–বলা গল্প রয়েছে, সেগুলোই এবার ভক্তরা জানতে পারবেন।”

তথ্যচিত্রটির প্রথম দুটি পর্ব ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে মুক্তি পাবে আগামী ১২ ডিসেম্বর।

সূত্র: ভ্যারাইটি

জনপ্রিয়