বিতর্কিত সেই মন্তব্যকে ‘রসিকতা’ বললেন টুইঙ্কল
জনপ্রিয় কাজল ও টুইঙ্কলের টেলিভিশন শো সম্প্রচারের পর থেকেই দর্শকদের নজর কাড়ছে। তবে নানা মন্তব্যকে কেন্দ্র করে মাঝেমধ্যেই শোটি নিয়ে বিতর্কও দানা বাঁধে। সম্প্রতি সম্প্রচারিত একটি পর্বে টুইঙ্কলের মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
অক্টোবর মাসে প্রচারিত এক পর্বে টুইঙ্কল স্বামীদের ‘বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্ক’ নিয়ে বলেন, ‘এগুলো নিয়ে আমার আপত্তি নেই, ছোটখাটো ভুল বলে এসব এড়ানো যায়।’ তাঁর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি করে।
বিতর্ক বাড়তে থাকায় টুইঙ্কল পরে বিষয়টি পরিষ্কার করে বলেন, ‘এটা কোনো গুরুতর মন্তব্য ছিল না। মজার ছলেই বলা হয়েছিল। সত্যিই যদি সবাই সারাজীবন এক সঙ্গীকে নিয়েই থাকতে পারত, তাহলে বিষয়টি নিয়ে আমরা ভেবে কথা বলতাম। এটা নিছকই রসিকতা।’
তবে এখানেই থেমে থাকেনি সমালোচনা। অন্য এক পর্বে অতিথি ছিলেন জাহ্নবী কাপুর ও করণ জোহর। সেখানে সঞ্চালিকাদের প্রশ্ন ছিল— ‘মানসিকভাবে ঠকানো নাকি শারীরিকভাবে ঠকানো— কোনটি বড় অপরাধ?’ এই প্রশ্ন নিয়েও নতুন করে তোলপাড় শুরু হয়।
সব মিলিয়ে একের পর এক মন্তব্যে কাজল–টুইঙ্কলের শো ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্কের ঝড়।



























