কাজ ছাড়া কিছু বুঝি না : মাধুরী
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কাজের সময় নিয়ে মন্তব্যকে ঘিরে বলিউড থেকে টলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই বিতর্ক থামছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়ে দেন, তিনি কোনো অবস্থাতেই দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কেউ এটিকে পেশাদারিত্বের ঘাটতি বলে সমালোচনা করেন, আবার অনেকে মনে করেন এটি কর্মীদের ন্যায্য অধিকার দাবি।
এই বিতর্কের মাঝেই এবার নীরবতা ভাঙলেন বলিউডের ‘ড্যান্সিং কুইন’, বর্ষীয়ান অভিনেত্রী মাধুরী দীক্ষিত। তার অকপট স্বীকারোক্তি যেন দীপিকার দাবিকে নতুন করে আলোচনায় ফিরিয়ে এনেছে।
বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে মাধুরী জানান, কাজের প্রতি ভালোবাসা ও নিষ্ঠাই তার প্রধান শক্তি। আসন্ন ছবি ‘মিসেস দেশপান্ডে’র শুটিংয়ের সময় প্রায় প্রতিদিনই তাকে ১২ ঘণ্টারও বেশি সময় সেটে থাকতে হয়েছে।
মাধুরীর ভাষ্য, ‘যখন ‘মিসেস দেশপান্ডে’ ছবিটির শুটিং চলছিল, তখন প্রায় রোজই ১২ ঘণ্টার বেশি কাজ করতাম। আমি সবার মতো নই—আমি ভীষণ ওয়ার্কহোলিক। কাজ ছাড়া আর কিছুই যেন বুঝি না।’
তবে কাজের সময়সীমা নিয়ে ব্যক্তিগত পছন্দের ক্ষেত্রে সহকর্মীদের সিদ্ধান্তকে সম্মান জানান তিনি। তার মতে, *‘আমি হয়তো আলাদা। কিন্তু কারও যদি মনে হয় তিনি নির্দিষ্ট সময়ের বেশি কাজ করতে চান না, তবে সেটি বলার পুরো অধিকার তার রয়েছে। প্রত্যেকেরই নিজের জীবন আছে, এবং নিজেদের সিদ্ধান্ত জানানোর অধিকারও রয়েছে।’



























