জয়পুরহাটে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বাস টার্মিনাল এলাকায় পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (০৩ ডিসেম্বর ২০২৫) ভোর আনুমানিক ৫টার দিকে আক্কেলপুর ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে এ আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে বাসটির সামনের গ্লাস ও ভেতরের বেশ কয়েকটি সিট পুড়ে যায়। তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।
ঘটনার বিষয়ে বাস মালিক মো. আফজাল হোসেন বলেন, রাতেই বাসটা পার্কিং করে রাখা হয়েছিল। হঠাৎ করে কিভাবে আগুন লাগলো বুঝতে পারছি না। আমার প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। সঠিক তদন্ত করে দোষীদের খুঁজে বের করার দাবি জানাচ্ছি।
ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছ।



























