বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৮, ৩ ডিসেম্বর ২০২৫

রিয়াজ ও মিথিলার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রিয়াজ ও মিথিলার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি
ছবি: সংগৃহীত

রাজধানীর আফতাবনগরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার মামলায় দুই আসামি—কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স ওভি এবং সাদিয়া রহমান মিথিলা—এর জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (৩ ডিসেম্বর) বাদীপক্ষের আবেদন শুনে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন। মামলাটি রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হয়েছিল।

বাদীপক্ষের আইনজীবী শান্তা সাকসিনা জানান, জামিনে থাকা আসামিরা মামলাটি তুলে নেওয়ার জন্য বাদীকে হুমকি দিচ্ছেন। এ বিষয়ে হিরো আলম একটি সাধারণ ডায়েরিও করেছেন। 

তিনি বলেন, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করায় জামিন বাতিল ও গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করেছেন। শুনানির সময় হিরো আলম আদালতে উপস্থিত ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় আফতাবনগর মেইন রোডে হাঁটার সময় চারজন নামীয় এবং ছয়জন অজ্ঞাত আসামি তিনটি মোটরসাইকেলে এসে হিরো আলমের পথরোধ করে। পরে তাকে জোর করে পাশের কাশবনে নিয়ে গিয়ে প্রথমে কাঠের লাঠি ও পরে ধারালো স্কেল দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং ম্যাক্স ওভি তাঁর মোবাইল ফোন ভেঙে ফেলেন। যাওয়ার সময় তাঁকে আবারও হুমকি দেওয়া হয়।

পরে স্থানীয়দের সহায়তায় হিরো আলমকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর ৫ অক্টোবর হিরো আলম বাড্ডা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

জনপ্রিয়