শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

বিনোদন ডেস্ক :

প্রকাশিত: ১২:১৪, ২২ জুলাই ২০২৫

কেউ লুটে লাখ টাকা, কেউ লুটে পাঁচশো : পারশা মাহজাবীন

কেউ লুটে লাখ টাকা, কেউ লুটে পাঁচশো : পারশা মাহজাবীন
সংগৃহীত

রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রশিক্ষণ বিমানের পাইলটসহ ২০ জন নিহত হয়েছে। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৮ জন। এ ঘটনায় সাধারণের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনেও। তারকাদের একের পর এক শোকবার্তায় ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া।

শোক জানিয়েছেন গায়িকা ও পারশা মাহজাবীন পূর্ণি। সেই সঙ্গে দেশের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

 

সোমবার মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘অবশ্যই আজকের এ ঘটনার দায় রাষ্ট্রের। তবে নিজেদের দিকেও কি এবার আঙ্গুলটা ওঠানো জরুরী নয়? রিকশাওয়ালা ৩০ টাকার ভাড়া চেয়ে বসলো ১০০ টাকা! সিএনজি ২ মিনিটে চাইতে লাগলো এক হাজার! প্রাইভেট কার রক্তাক্ত বাচ্চাগুলোকে দেখেও এড়িয়ে চলে গেলো নির্দিধায়! তাহলে এমন ঘটনা কি শুধুই রাষ্ট্রীয় অব্যবস্থার?  এটা তো বরং আমি বলবো এই সমাজের বিবেকহীনতার নগ্ন উদাহরণ! নৈতিকতা শূন্য মেরুদণ্ডহীন সমাজের অসুস্থ প্রতিচ্ছবি!’

 

পারশা আরো বলেন, ‘বেশিদূর যেতে হবে না।

 

গেল বন্যার কথা মনে আছে? সুনামগঞ্জ ও সিলেটের বন্যায় মাঝিরা প্রতিমুহূর্তে ভাড়া বাড়িয়ে দিয়েছিলো ১,০০০–১,৫০০ টাকা! মাঝে মাঝে ৫০,০০০–১,০০,০০০ টাকা পর্যন্ত দাম হাঁকিয়েছে তারা।  ফলের মেলায় সুযোগ পেয়ে আবাল-বৃদ্ধা-বণিতা শাড়ি-বোরকা-প্যান্ট-লুঙ্গি পরিহিত কেউ কি বাদ গেছিলেন সব লুটে নিয়ে যেতে? ৫ই আগস্ট গণভবনের বিড়াল-মাছ-পাখিগুলোকে কি ছাড় দিয়েছিলেন আপনারা?’

 

এদেশে দুনীর্তির কোনো পরিবর্তন হয়না উল্লেখ করে পারশা বলেন, ‘এই যে নৈতিক দেউলিয়াত্ব, যে যেখানে পারে, সেখানে দাঁত বসিয়ে খাওয়ার প্রবণতা, জানেন কি ঠিক এখান থেকেই জন্ম নেয় কোটি টাকার দুর্নীতি! মূলত সমস্যাটা চরিত্রের। ক্ষমতা যারই হোক, এনার্জিটা এক! পরিমাণে কেউ লুটে লাখ টাকা, কেউ লুটে পাঁচশো!’

 

গতকাল দুপুর ১টার দিকে বিমানটি মাইলস্টোন স্কুলের ৫ নম্বর ভবনে আছড়ে পড়ে। ভবনটির নাম প্রজেক্ট-২।

ওই ভবনে দুটি তলা মিলে মোট ১৬টি ক্লাস রুম। এর মধ্যে প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস হতো। ছুটির পর ভবনটিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা কোচিং করছিল। ভবনটির তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস রুমের সামনে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।

 

এ ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরো ৭৮ জন। 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ