রোববার ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৩, ৭ ডিসেম্বর ২০২৫

বড় রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন শাকিব খান

বড় রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন শাকিব খান
ছবি: সংগৃহীত

ঢালিউডের সুপারস্টার শাকিব খান আবারও একের পর এক চমকের জন্ম দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিনেমা, বিজ্ঞাপন কিংবা জনসমাগম—যেখানেই তাঁর উপস্থিতি, সেখানেই তৈরি হচ্ছে নতুন ট্রেন্ড।

এই ব্যস্ততার মাঝেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে নতুন গুঞ্জন—শাকিব কি তবে অভিনয় ছাড়ছেন? নাকি খুব শিগগিরই দেখা যাবে তাঁকে রাজনৈতিক মঞ্চে? কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর আলোচনা চলছে যে তিনি নাকি দেশের একটি শীর্ষ রাজনৈতিক দলে যোগ দিতে পারেন।

পর্দায় সুপারহিরো—তাহলে কি বাস্তব রাজনীতিতেও ‘হিরো’ হয়ে উঠতে যাচ্ছেন? ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন: নেতৃত্বের ক্ষেত্রেও কি দেখা যাবে দেশসেরা এই নায়ককে?

গুঞ্জনের সূত্রপাত শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শাকিবের দেওয়া শোকবার্তা কেন্দ্রিক বিতর্ক থেকে। যুক্তরাষ্ট্র থেকে দেওয়া তাঁর সেই পোস্ট নিয়ে নেটিজেনদের একাংশ সমালোচনায় মুখর হয়। পরে তিনি একটি জাতীয় দৈনিককে স্পষ্ট করেই জানান—দেশের জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের প্রতি সম্মান জানানো রাজনৈতিক সীমার বাইরে থাকা উচিত।

রাজনীতিতে নিজের অবস্থান নিয়ে তখনই পরিষ্কার ঘোষণা দেন শাকিব খান। তাঁর ভাষায়, ‘আমি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। আমার কোনো রাজনৈতিক পদ বা দায়িত্ব নেই। বহুবার আমাকে রাজনীতিতে আনতে চাওয়া হয়েছে, কিন্তু সিনেমার কথা ভেবে সরে এসেছি। কোনো রাজনৈতিক সুবিধাও নিইনি; বরং অনেক সময়ে রাজনৈতিক ব্যক্তিদের কারণে কাজ ও ব্যক্তিজীবনে নানা বাধার মুখোমুখি হয়েছি।’

তবুও গুঞ্জন থামছে না। কেউ কেউ শাকিবের রাজনীতিতে আসার সম্ভাবনায় উচ্ছ্বসিত, আবার অনেকেই মনে করছেন—তিনি মঞ্চের রাজনীতিতে নয়, পর্দাতেই বরং ‘নাম্বার ওয়ান’।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এ নিয়ে শাকিব খান এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তাঁর ঘনিষ্ঠদের কাছ থেকেও মিলছে না কোনো স্পষ্ট ইঙ্গিত। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে—সবকিছু কি শুধুই নেটদুনিয়ার গুজব, নাকি সত্যিই শাকিব খান যোগ দিতে যাচ্ছেন কোনো বড় রাজনৈতিক দলে? উত্তর দেবে সময়ই।

জনপ্রিয়