শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রাহায়ণ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৩৪, ৫ ডিসেম্বর ২০২৫

পিঠা খেতে ঢাকা ছাড়লেন পরীমণি

পিঠা খেতে ঢাকা ছাড়লেন পরীমণি
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি ব্যক্তিগত জীবন ও নানা কর্মকাণ্ডের জন্য প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন—অনেক সময় কাজের চেয়েও বেশি। তিনি নিজের জীবনকে উপভোগ করেন এবং সেই মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভীষণ ভালোবাসেন।

শীতের মৌসুম মানেই পিঠা-পার্বণের উৎসব। আর এই উৎসব উপলক্ষে পরীমণিও বেরিয়ে পড়েছেন পিঠার স্বাদ নিতে। শুক্রবার দুপুরে তিনি ঢাকা ছাড়েন; পথে চলতে চলতেই তোলা কয়েকটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করে জানান দিলেন তার ভ্রমণের খবর।

ছবিগুলোতে দেখা যায়, ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে শুভ্র সাদা রঙের একটি গাড়ির সামনে দাঁড়িয়ে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলছেন নায়িকা। কোথাও তাকে হাসিমুখে হাত উঁচিয়ে ভি সাইন দিতে দেখা যায়, আবার কোথাও দু’হাত প্রসারিত করে উচ্ছ্বাসে দাঁড়িয়ে আছেন তিনি। তার পরনে ছিল জিন্স, টি-শার্ট ও জ্যাকেট। পেছনের সবুজ গাছপালা আর নীল আকাশ পুরো দৃশ্যটিকে আরও মোহনীয় করে তুলেছে।

ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন, “ভালো থেকো আমার প্রিয় শহর! যাই, একটু পিঠা খেয়ে আসি!”

মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই ছবিগুলো ভক্তদের দৃষ্টি কাড়ে। লাইক, মন্তব্য ও শুভেচ্ছায় ভরে ওঠে তার পোস্ট। নেটিজেনদের অনেকেই অনুমান করছেন—পরীমণি সম্ভবত নিজের গ্রামের বাড়ি বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন, সেখানেই শীতের পিঠার স্বাদ নিতে যাচ্ছেন তিনি।

জনপ্রিয়