শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রাহায়ণ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৪, ৪ ডিসেম্বর ২০২৫

নারীর প্রতি বৈষম্যমূলক আচরণের গল্প ’জলটুঙি’

নারীর প্রতি বৈষম্যমূলক আচরণের গল্প ’জলটুঙি’
ছবি: সংগৃহীত

শ্যামবর্ণ নারীর প্রতি বৈষম্য ও পারিবারিক টানাপোড়েন—এমনই সামাজিক বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘জলটুঙি’।

আফরিন জেসিকার রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন রহিম সুমন। এতে অভিনয় করেছেন নাজনীন হাসান, দিলারা জামান, হামিদুর রহমান, ঈষিকা সাকিন, অভি প্রামাণিক, ইমামুর রশীদ খান, রতন সিদ্দিকীসহ আরও অনেকে।

‘জলটুঙি’ নিয়ে নির্মাতা রহিম সুমন বলেন, “এই গল্পে ফুটে উঠেছে নারীর প্রতি বর্ণবৈষম্য ও এর বিরুদ্ধে প্রতিবাদ। টেলিছবিটি দর্শকদের সামনে একটি শক্তিশালী সামাজিক বার্তা তুলে ধরবে।” খুব শিগগিরই এটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানান তিনি।

টেলিছবিটি প্রযোজনা করেছে অনিন্দ্য। ঢাকার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে এর দৃশ্যধারণ।

এর আগে রহিম সুমন নির্মাণ করেছেন ‘বংশপ্রদীপ’, ‘একাকী’, ‘প্রিয় ফুল তুমি’, ‘গোধূলীর আলো’, ‘মামলা মতিন’, ‘ভালোবাসি ভালোবাসি’, ‘নিরবে চেয়েছি তোমায়’, ‘ক্ষমা’, ‘শঙ্খ’, ‘সাবকনসাস’, ‘ছায়া হয়ে থেকো’, ‘এলোমেলো বাতাস’সহ আরও বেশ কিছু জনপ্রিয় নাটক।

জনপ্রিয়