৭ দিন নিজের নাটক প্রচার বন্ধের অনুরোধ আরশের

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর মিলেছে। এই ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ৭৬ জনের বেশি। শিক্ষার্থীদের এমন মৃত্যুর ঘটনায় শোকে কাতর সারা দেশ। যা ছুঁয়ে গেছে তারকাদেরও।
দেশের এমন মর্মান্তিক এক ঘটনায় পরিচালক-প্রযোজকদের প্রতি নিজের নাটক মুক্তি না দেওয়ার অনুরোধ করেছেন অভিনেতা আরশ খান। সোমবার (২১ জুলাই) রাতে একটি পোস্টে অভিনেতা লিখেছেন, ‘সাধারণ জনগণের মানসিক অবস্থা এই মুহূর্তে ঠিক নেই। চোখ বন্ধ করলে বাচ্চাগুলোর আর্তনাদ ভাসে। এমন অবস্থায় আগামী ৭ দিনের জন্য আমার সকল নাটক রিলিজ থেকে বিরত রাখার জন্য অনুরোধ করছি।’
সোমবার গভীর রাতে আরও একটি পোস্ট দেন অভিনেতা। ওই পোস্টে আরশ লিখেছেন, ‘বাচ্চারা বার্ন ইউনিটের আইসিইউ তে। আজ (২১ জুলাই) রাতে কোনো কিছু করার নেই। সবাই চোখ কান খোলা রাখুন। কাল থেকে রক্তের প্রয়োজন হবে। ঠিক কোন গ্রুপের রক্ত প্রয়োজন তা সম্পর্কে অবগত হয়ে নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নেবেন।’
বিমান বিধ্বস্ত ঘটনার পর রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে উৎসুক জনতা ভিড়ে জমিয়েছে। অনেকে মেতেছেন ভিডিওতে। যা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন আরশ খান। অভিনেতার কথায়, ‘হাসপাতাল কিছু সংখ্যক (প্রকাশ যোগ্য না) দেখেছি বার্ন ইউনিটের সামনে গ্রুপ বেধে আড্ডা জমিয়েছেন এবং হাসছেন। আপনারা কেউ যদি এই পোস্ট দেখে থাকেন অনুগ্রহ করে ওখান থেকে সরে যান। আপনাদের এই রূপ গোটা জাতির মুখে চুনকালি।’
সোমবার (২১ জুলাই) দুপরে বিমান দুর্ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে দেড় শতাধিক।