রোববার ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০৫, ১৪ সেপ্টেম্বর ২০২৫

গাজায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্র গুঁড়িয়ে দিল ইসরায়েল

গাজায় জাতিসংঘের আশ্রয়কেন্দ্র গুঁড়িয়ে দিল ইসরায়েল
ছবি: সংগৃহীত

ইসরায়েলের লাগাতার বিমান হামলায় আবারও রক্তাক্ত হলো ফিলিস্তিনের গাজা সিটি। একদিনের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৯ জন, বাস্তুচ্যুত হয়েছেন আরও অন্তত ৬ হাজার মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আবাসিক ভবন থেকে শুরু করে জাতিসংঘ পরিচালিত আশ্রয়কেন্দ্র পর্যন্ত।

শনিবার (১৪ সেপ্টেম্বর) আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, শনিবারের হামলায় শুধু গাজা সিটিতেই নিহত হয়েছেন ৪৯ জন। পুরো গাজা উপত্যকায় ওইদিন মোট প্রাণহানি হয়েছে ৬২ জনের।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ধারাবাহিক বোমাবর্ষণে হাজারো মানুষ গৃহহীন হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। তার ভাষায়, “গাজা সিটির মানুষ এখন অমানবিক পরিস্থিতির মধ্যে দিন পার করছেন।”

প্রত্যক্ষদর্শীরা বলছেন, শহর দখলের উদ্দেশ্যে ইসরায়েলি বাহিনী ধারাবাহিকভাবে বিমান হামলা চালাচ্ছে। লিফলেট ফেলে সাধারণ মানুষকে প্রাণভয়ে শহর ছাড়তে বাধ্য করা হচ্ছে। আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদের বর্ণনায়, প্রতি ১০ থেকে ১৫ মিনিট পরপর বোমা ফেলছে সেনারা, ফলে মানুষ নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগও পাচ্ছেন না।

অন্যদিকে, দক্ষিণের আল-মাওয়াসি ক্যাম্প ও দেইর আল-বালাহ এলাকা শরণার্থীতে উপচে পড়ায় সেখানেও অমানবিক পরিস্থিতি তৈরি হয়েছে। আল-শিফা হাসপাতালের প্রধান ডা. মুহাম্মদ আবু সালমিয়া জানান, অনেকেই দক্ষিণে না গিয়ে আবার গাজা সিটিতে ফিরে আসছেন।

বর্তমানে এখনও প্রায় ৯ লাখ মানুষ গাজা সিটিতে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ইসরায়েলি সেনাদের দাবি, আড়াই লাখের বেশি বাসিন্দা ইতোমধ্যেই শহর ছেড়ে গেছেন।

সম্পর্কিত বিষয়: