ভারতে চলন্ত বাসে আগুন, নিহত ২০
ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।
স্থানীয় সময় শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে তিনটার দিকে কুর্নুলের চিন্নাটেকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে আগুন ধরে যায়।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে ৪১ জন যাত্রী ছিলেন। স্থানীয় প্রশাসন ২১ জনকে জীবিত উদ্ধার করেছে। বাকি ২০ জনের মধ্যে ১১ জনের মরদেহ শনাক্ত করা গেছে, আর ৯ জনের পরিচয় এখনও জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ জানায়, বেসরকারি মালিকানাধীন বাসটি ৪৪ নম্বর জাতীয় মহাসড়ক ধরে দ্রুতগতিতে চলছিল। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের সামনের অংশে আটকে যায় এবং কিছু দূর যাওয়ার পরই বাসে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর কেউ কেউ জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলেও অনেকে আর বের হতে পারেননি।
স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু এরই মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে, যা প্রায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। নিহতদের অনেকের দেহ এতটাই পুড়ে গেছে যে, শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। আহতদের কুর্নুল সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ। তার সন্ধানে তল্লাশি চলছে এবং দুর্ঘটনার কারণ তদন্তে একটি দল গঠন করা হয়েছে।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নায়ডু ঘটনাটিতে গভীর শোক প্রকাশ করেছেন। বর্তমানে সরকারি সফরে তিনি দুবাইয়ে অবস্থান করছেন। দুর্ঘটনার খবর পেয়ে তিনি মুখ্যসচিবসহ শীর্ষ কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ তদারকির নির্দেশ দিয়েছেন এবং আহতদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, “অন্ধ্রপ্রদেশের কুর্নুলে বাসে আগুন লেগে মৃত্যুর ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
সূত্র:টাইমস অব ইন্ডিয়া



























