নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি
নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচনে চমক দেখিয়ে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জোহরান মামদানি। দীর্ঘদিনের রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া–কে পেছনে ফেলে তিনি জয় ছিনিয়ে নিয়েছেন। এ জয়ের মাধ্যমে তিনি শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে ইতিহাসে নিজের নাম লিখলেন।
মাত্র ৩৪ বছর বয়সেই জোহরান নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক উদীয়মান গণতান্ত্রিক সমাজতান্ত্রিক নেতা হিসেবে। কুইন্স থেকে নির্বাচিত রাজ্য পরিষদের সদস্য হিসেবে তিনি আগে থেকেই নীতি ও জনসংযোগের দক্ষতা প্রমাণ করেছিলেন। নির্বাচনে তিনি পেয়েছেন ৫০ শতাংশের বেশি ভোট।
অন্যদিকে কুয়োমো, যিনি দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ভরসায় প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন, পেয়েছেন প্রায় ৪০ শতাংশের কিছু বেশি ভোট। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার প্রাপ্ত ভোট ছিল মাত্র ৭ শতাংশের সামান্য বেশি।
মামদানির ঐতিহাসিক জয় ঘিরে দেশজুড়ে ডেমোক্র্যাটদের উৎসব চলছে। এদিকে, ভার্জিনিয়ায় কংগ্রেসওম্যান অ্যাবিগেইল স্প্যানবার্গার প্রথম নারী গভর্নর হয়েছেন, নিউ জার্সিতে মিকি শেরিল ট্রাম্প সমর্থিত গভর্নর প্রার্থীকে পরাজিত করেছেন এবং ক্যালিফোর্নিয়ায় গ্যাভিন নিউসমের প্রস্তাবিত পুনর্নির্ধারণ মানচিত্রের মাধ্যমে ডেমোক্র্যাটদের পাঁচটি নতুন কংগ্রেসনাল আসন অর্জনের সম্ভাবনা রয়েছে।
ব্রুকলিনের ডাউনটাউন পারমাউন্টে মামদানির নির্বাচনী রাতে উপস্থিত জনতা তার জয় ঘোষণা হবার পর উল্লসিত হয়ে চিৎকার করেছেন, একে অপরকে আলিঙ্গন করেছেন এবং আনন্দ প্রকাশ করেছেন।
নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হওয়ার পাশাপাশি মামদানি প্রথম দক্ষিণ এশীয় এবং একশ বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী মেয়র।
বর্তমান মেয়র এরিক অ্যাডামস, যিনি স্বাধীন প্রার্থী হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, সেপ্টেম্বরে প্রতিযোগিতা থেকে সরে গিয়েছিলেন।
মামদানি গত বছর শরতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার সময় একটি তুলনামূলকভাবে অজানা রাজ্য আইনপ্রণেতা ছিলেন। তবে তার বার্তা, যা মূলত নাগরিকদের জীবনযাত্রার খরচ কমানোকে কেন্দ্র করে এবং নিউইয়র্ক সিটি জুড়ে তার প্রচারণামূলক সফর দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং হাজার হাজার নিউইয়র্কবাসীর হৃদয়ে জায়গা করে নেয়।
তার নির্বাচনী প্ল্যাটফর্মে ছিল- ভাড়া-নিয়ন্ত্রিত ইউনিটের ভাড়া স্থগিত রাখা, আরও সাশ্রয়ী আবাসন নির্মাণ, ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলারে বৃদ্ধি, বাস বিনামূল্যে করা, শহরের ধনী নাগরিকদের উপর কর বৃদ্ধি এবং আরও অনেক বিষয়।



























