বুধবার ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:০৯, ৫ নভেম্বর ২০২৫

আপাতত জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে না সরকার

আপাতত জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে না সরকার
ছবি: সংগৃহীত

ভারতীয় বংশোদ্ভূত ইসলামি বক্তা ড. জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে আপাতত অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, একটি প্রতিষ্ঠান জাকির নায়েককে ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় আমন্ত্রণ জানিয়েছিল। তাঁর ঢাকার বাইরে যাওয়ারও পরিকল্পনা ছিল। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছিল।

সভায় জানানো হয়, জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর মানুষের সমাগম ঘটবে। ওই সমাগম নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করতে হবে। তবে বর্তমানে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যস্ত থাকায় এ মুহূর্তে এত সদস্য মোতায়েন করা সম্ভব নয়।

সেই কারণে কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়—জাতীয় নির্বাচনের আগে জাকির নায়েকের সফরে অনুমতি দেওয়া হচ্ছে না। 

উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর ভারত সরকার জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি ও উগ্রপন্থী বক্তব্য ছড়ানোর অভিযোগ আনে। এরপর তিনি ভারত ত্যাগ করেন এবং মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের অনুমতি পান।

জনপ্রিয়