ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা, নিহত ১১
ইউক্রেনজুড়ে শুক্রবার গভীর রাতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় রাজধানী কিয়েভসহ অন্তত ২৫টি এলাকায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত হয়েছেন অন্তত ১১ জন। আহত হয়েছেন অনেকে।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, এক রাতে রাশিয়া ৪৫০টিরও বেশি বিস্ফোরকবাহী ড্রোন এবং ৪৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে ৪০৬টি ড্রোন ও ৯টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
দিনিপ্রো শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলায় দুজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। এছাড়া জাপোরিঝিয়া অঞ্চলে অন্তত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সিভিরিদেঙ্কো জানান, পোলতাভা, খারকিভ ও কিয়েভ অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনায় জরুরি পুনরুদ্ধার কাজ চলছে।
তবে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, হামলা শুধুমাত্র ইউক্রেনের সামরিক কাঠামো ও লক্ষ্যবস্তুতে পরিচালিত হয়েছে। একই সঙ্গে তারা জানিয়েছে, ইউক্রেনের ৭৯টি ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী।



























