শুক্রবার ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯, ৭ নভেম্বর ২০২৫

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি: নিহত ৫

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি: নিহত ৫
ছবি: সংগৃহীত

স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলাকালেই আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। নিহতরা সবাই আফগান নাগরিক বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৬ নভেম্বর)। ঠিক একই সময়ে তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদলের বৈঠক চলছিল। ওই বৈঠকে গত ১৯ অক্টোবর কাতারে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা হচ্ছিল। উল্লেখ্য, অক্টোবরের সংঘর্ষে উভয় দেশের সেনা সদস্য ও বেসামরিক মানুষ নিহত হন এবং শতাধিক মানুষ আহত হয়েছিলেন।

সীমান্ত নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে সাম্প্রতিক এই উত্তেজনার সূত্রপাত। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান তালেবান (টিটিপি)সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানে হামলা চালায়। তবে আফগান তালেবান সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

অন্যদিকে, আফগানিস্তানের অভিযোগও পাকিস্তান নাকচ করে দিয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয়ের দাবি, প্রথমে আফগান দিক থেকেই গুলি চালানো হয়, এরপর পাকিস্তানি বাহিনী সংযতভাবে পাল্টা ব্যবস্থা নেয়।

সূত্র: আল জাজিরা

জনপ্রিয়