শনিবার ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:২২, ৮ নভেম্বর ২০২৫

বিএনপির জন্ম হয়েছে সংস্কার করার জন্য : ডা. জাহিদ হোসেন

বিএনপির জন্ম হয়েছে সংস্কার করার জন্য : ডা. জাহিদ হোসেন
ছবি: সংগৃহীত

বিএনপি জন্মলগ্ন থেকেই ‘সংস্কারে’ বিশ্বাসী—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বিএনপি পরিবর্তন ও আধুনিক রাষ্ট্র গঠনের রাজনীতিতে বিশ্বাসী। মিথ্যাচার করে বিএনপির ইতিহাস বিকৃত করা যাবে না।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের ৮ নং ওয়ার্ডে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠক ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, এই দেশ সাক্ষী দিবে, এ দেশের মানুষ বলবে, দেশের ইতিহাস বলবে, বিএনপির ইতিহাস হলো সংস্কারের ইতিহাস। মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশকে এগিয়ে নেওয়ার ইতিহাস।

তিনি আরও বলেন, কোনো এক উপদেষ্টা বলেছে— ‘বিএনপি নাকি সংস্কারে বিশ্বাস করে না’। আমি সেই উপদেষ্টাকে বলতে চাই— ‘আমার ছোট ভাই, তুমি যখন জন্ম নাওনি— ওই সময় শহীদ জিয়াউর রহমান বাকশালের কবরের ওপর বহুদলীয় গণতন্ত্র রচনা করেছিলেন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপ্রতি শাসন ব্যবস্থার ওপর আজকের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপির জন্মই হয়েছে দেশকে সংস্কারের মাধ্যমে এগিয়ে নেওয়ার জন্য।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপি কথা নয়, কাজে বিশ্বাস করে। জনগণের আশা–আকাঙ্ক্ষাকে ধারণ, লালন ও বাস্তবে রূপায়িত করাই দলের লক্ষ্য। তাই ৩১ দফা জাতীয় ঘোষণা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তিনি সকলকে আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লেলিন, ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন মোফা, পৌর যুবদলের সদস্য-সচিব সজীব কবির এবং পৌর জিয়া পরিষদের সদস্য সচিব আনোয়ার হোসেন ডাবলু।

জনপ্রিয়