শনিবার ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৩, ১৫ নভেম্বর ২০২৫

জম্মু–কাশ্মিরে থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯

জম্মু–কাশ্মিরে থানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯
ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের শ্রীনগরের নোগাম থানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৯ জন নিহত হয়েছেন এবং ২৯ জন আহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে, থানায় জব্দ করা বিস্ফোরকের নমুনা পরীক্ষা করার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানানো হয়েছে।

নিহতদের মধ্যে বেশিরভাগই পুলিশ সদস্য এবং ফরেনসিক টিমের সদস্য। বিস্ফোরণে আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা রয়েছেন।

আহতদের দ্রুত চিকিৎসার জন্য সেনাবাহিনীর ৯২ বেস হাসপাতাল ও শের-ই-কাশ্মির ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা নোগাম থানায় ছুটে যান এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়।

এ ঘটনাটি গোটা অঞ্চলে চাঞ্চল্য সৃষ্টি করেছে, এবং তদন্ত চলমান রয়েছে।

জনপ্রিয়