মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৩, ১৫ ডিসেম্বর ২০২৫

ন্যাটোতে যোগদানের ইচ্ছা ত্যাগ করল ইউক্রেন

ন্যাটোতে যোগদানের ইচ্ছা ত্যাগ করল ইউক্রেন
ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ন্যাটোতে যোগদানের লক্ষ্য ত্যাগ করে পশ্চিমা নিরাপত্তা গ্যারান্টির প্রস্তাব দিয়েছেন। তিনি মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বার্লিনে পাঁচ ঘণ্টা আলোচনার পর সোমবারও বৈঠক চালাবেন। ট্রাম্পের দূত স্টিভ উইটকফ বলেছেন, ‘অনেক অগ্রগতি হয়েছে’।

জেলেনস্কি বলেন, শুরু থেকেই ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চেয়েছিল, কিন্তু এখন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় অংশীদারদের দ্বিপক্ষীয় নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অন্যান্য দেশের সহযোগিতার মাধ্যমে রাশিয়ার পুনরায় আক্রমণ রোধের সুযোগ তৈরি হয়েছে। বর্তমান ফ্রন্টলাইন ধরে যুদ্ধবিরতি কার্যকর করা ন্যায্য বিকল্প হতে পারে।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস আলোচনার আয়োজন করেছেন এবং অন্যান্য ইউরোপীয় নেতারা সোমবার বৈঠকে যোগ দেবেন।

জনপ্রিয়