যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ২
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের ব্রাউন বিশ্ববিদ্যালয়–এ পরীক্ষা চলাকালে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন এবং আরও অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন। হামলার পর এখনো সন্দেহভাজন হামলকারীকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় সময় শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। আলজাজিরা–এর খবরে জানানো হয়, হামলার সময় সন্দেহভাজন ব্যক্তি কালো পোশাক পরিহিত ছিলেন এবং পায়ে হেঁটে ঘটনাস্থল ত্যাগ করেন।
রোড আইল্যান্ডের মেয়র ব্রেট স্মাইলি জানান, ঘটনাস্থল থেকে কোনো ধরনের অস্ত্র উদ্ধার করা যায়নি। তিনি বলেন, শনিবার বিকাল ৪টা ৫ মিনিটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি নম্বর ৯১১–এ ফোন পায় এবং তখনই হামলার বিষয়টি তাদের নজরে আসে।
মেয়র স্মাইলি আরও বলেন, “এ মুহূর্তে আমরা নিশ্চিত করতে পারছি যে দুজন নিহত হয়েছেন এবং আটজন গুরুতর আহত হয়েছেন। তবে তদন্ত চলমান থাকায় হতাহতের সংখ্যা পরিবর্তিত হতে পারে।”
হামলাকারীর পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।



























