সিরিয়ায় মার্কিন সেনা নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ট্রাম্পের
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)-এর অতর্কিত হামলায় দুই মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (স্থানীয় সময়) সিরিয়ার পালমিরা এলাকায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা ও একজন দোভাষী নিহত হন। এ ঘটনায় আরও তিনজন মার্কিন সেনা আহত হয়েছেন বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রেসিডেন্ট ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে বলেন, “সিরিয়ায় তিনজন মহান দেশপ্রেমিক আমেরিকানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই বর্বর হামলার জন্য আইএসকে অত্যন্ত কঠোর প্রতিশোধের মুখোমুখি হতে হবে।”
পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী প্রাচীন নগরী পালমিরার কাছে এই হামলার ঘটনা ঘটে। অঞ্চলটি একসময় আইএসের নিয়ন্ত্রণে ছিল। আইএস, যা আইএসআইএস নামেও পরিচিত, অতীতে সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখলে রেখেছিল।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, হামলাটি একজন আইএসআইএস বন্দুকধারীর মাধ্যমে সংঘটিত হয়। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ওই হামলাকারীকে হত্যা করা হয়েছে।
ট্রাম্প এই ঘটনাকে “সিরিয়ার অত্যন্ত বিপজ্জনক একটি অঞ্চলে যুক্তরাষ্ট্র ও সিরিয়ার বিরুদ্ধে আইএসআইএসের সরাসরি আক্রমণ” বলে অভিহিত করেন। তিনি আরও জানান, আহত তিনজন মার্কিন সেনার অবস্থা স্থিতিশীল এবং তারা ভালো আছেন।
পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেন, সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে সেনারা একজন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে সমন্বিত কার্যক্রম পরিচালনার সময় এই হামলার শিকার হন।
এদিকে সিরিয়ায় নিযুক্ত মার্কিন দূত টম ব্যারাক জানান, “যুক্তরাষ্ট্র ও সিরিয়া সরকারের যৌথ টহল দলকে লক্ষ্য করেই আইএস এই অতর্কিত হামলা চালিয়েছে।”
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে ইসলামপন্থী নেতৃত্বাধীন বাহিনী দীর্ঘদিনের সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিয়ার সম্পর্ক পুনরুজ্জীবিত হওয়ার পর এটিই প্রথম বড় ধরনের সন্ত্রাসী হামলা।
প্রেসিডেন্ট ট্রাম্প জানান, সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এই হামলার ঘটনায় “চরম ক্ষুব্ধ ও বিরক্ত”।
এদিকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে পালমিরার কাছে সিরিয়া–যুক্তরাষ্ট্র যৌথ সন্ত্রাসবিরোধী টহল দলকে লক্ষ্য করে চালানো এই হামলার কঠোর নিন্দা জানিয়েছেন।



























