রোববার ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রাহায়ণ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৩, ১৪ ডিসেম্বর ২০২৫

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনাসহ নিহত ৩

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনাসহ নিহত ৩
ছবি: সংগৃহীত

সিরিয়ার পালমিরা শহরে জঙ্গিগোষ্ঠী আইএসআইএস-এর এক সদস্যের অতর্কিত হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনা ও একজন দোভাষী নিহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) এই হামলার ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টম) এক্সে (পূর্বে টুইটার) দেওয়া এক বিবৃতিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। সেন্টম জানিয়েছে, মাত্র একজন আইএসআইএস সদস্য টহলরত একটি সামরিক গাড়িতে হামলা চালায়। পরে মার্কিন বাহিনীর পাল্টা হামলায় ওই হামলাকারীও নিহত হয়।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথ হামলাকারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহত সেনাদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানানো না হওয়া পর্যন্ত তাঁদের পরিচয় প্রকাশ করা হবে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, হামলার ঘটনাটি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারারা-এর নিয়ন্ত্রণের বাইরে থাকা একটি অঞ্চলে সংঘটিত হয়েছে।

সূত্র: আল-আরাবিয়া

জনপ্রিয়