মিয়ানমারে হাসপাতালে বিমান হামলায় নিহত ৩১
মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক-উ এলাকায় একটি হাসপাতালে সামরিক সরকারের বিমান বাহিনীর হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্যকর্মী ওয়াই হুন অংকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে এএফপি।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যার এই হামলার পর পরিস্থিতিকে “খুব ভয়াবহ” বলে বর্ণনা করেন ওয়াই হুন অং। তিনি জানান, এখন পর্যন্ত ৩১ মরদেহ ও ৬৮ জন আহতকে উদ্ধার করা হয়েছে। তবে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।
হামলার সময় হাসপাতালে চিকিৎসাধীন সাধারণ রোগী, কর্মীসহ বেশ কয়েকজন হতাহত হয়েছেন। হাসপাতালের ভেতর কমপক্ষে ২০টি মরদেহ পড়ে থাকতে দেখা গেছে বলে জানানো হয়।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারে গৃহযুদ্ধের তীব্রতা বেড়েছে। সংঘাত পর্যবেক্ষকদের মতে, প্রতিবছরই বিমান হামলা বাড়িয়েছে জান্তা সরকার, যা অভ্যুত্থানের পর থেমে যাওয়া এক দশকের গণতান্ত্রিক অগ্রগতিকে আরও পেছনে ঠেলে দিয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ফেব্রুয়ারির পর থেকে সবচেয়ে বেশি বিমান হামলা হয়েছে সাগাইং অঞ্চলে। শুধু চলতি বছরের ২৮ মার্চেই ওই অঞ্চলে ১০৮টির বেশি বিমান হামলায় অন্তত ৮৯ জন নিহত হন।



























