সোমবার ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৫, ৪ জানুয়ারি ২০২৬

ভেনেজুয়েলা অভিযান টিভি শো দেখার মতো ছিল: ট্রাম্প

ভেনেজুয়েলা অভিযান টিভি শো দেখার মতো ছিল: ট্রাম্প
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় পরিচালিত সফল সামরিক অভিযানের জন্য মার্কিন সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাপ্রবাহ তিনি সরাসরি পর্যবেক্ষণ করেছেন এবং তার কাছে এটি একটি ‘টেলিভিশন শো’-এর মতো মনে হয়েছে।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন ট্রাম্প।

সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাকে সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, পৃথিবীতে আর কোনো দেশ নেই যারা এ ধরনের নিখুঁত কৌশলে অভিযান পরিচালনা করতে পারে। অভিযানের সময় কী ঘটেছে, যদি আপনি দেখতেন… আমি নিজে এটি দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে যেন আমি একটি টিভি শো দেখছি। আমাদের সেনাবাহিনীর গতি ও সমন্বয় ছিল অসাধারণ। এটি ছিল সত্যিই দারুণ একটি অভিযান। আমাদের সেনারা দুর্দান্ত কাজ করেছে—অন্য কেউ এত নিখুঁতভাবে এই অভিযান পরিচালনা করতে পারত না।”

তিনি আরও বলেন, “এত গুরুত্বপূর্ণ একটি অভিযানে কোনো মার্কিন সেনা বা অন্য কারো প্রাণহানি ঘটেনি। আমার জানা মতে, মাত্র দু’জন আহত হয়েছেন।”

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, অভিযানের মাত্র চার দিন আগেই তিনি এটির অনুমোদন দিয়েছিলেন।

ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন,
“এই অপারেশনটি ছিল অত্যন্ত জটিল। এতে বিপুল সংখ্যক যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। মাত্র চার দিনের প্রস্তুতিতে এমন সফল অভিযান পরিচালনা করা সত্যিই বিস্ময়কর।”

জনপ্রিয়