বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

আন্তজার্তিক ডেস্ক :

প্রকাশিত: ১০:৪২, ৭ মে ২০২৫

হামলার পর পাকিস্তানের আকাশসীমা বন্ধ

হামলার পর পাকিস্তানের আকাশসীমা বন্ধ
সংগৃহীত

সাম্প্রতিক সামরিক আক্রমণের পর পাকিস্তান তার আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। দেশটির সিভিল এভিয়েশন অথরিটির বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, প্রাথমিকভাবে ৪৮ ঘণ্টার জন্য এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

 

বিবিসি ও ডন-এ প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যাত্রীদের করাচি বিমানবন্দরে সরিয়ে নেওয়া হচ্ছে এবং বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, “এই অঞ্চলের বিমান চলাচলের রুটে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটগুলো এখন পাকিস্তানের আকাশসীমা পরিহার করে আরব সাগরের উপর দিয়ে উড়ছে। বিশেষ করে পাকিস্তান-ভারত আকাশপথ এখন এড়িয়ে চলা হচ্ছে এবং বিকল্প রুট হিসেবে আরব সাগরকে ব্যবহার করা হচ্ছে।”

 

এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক ফ্লাইট সূচিতে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন এয়ারলাইন কর্তৃপক্ষ। নিরাপত্তা পরিস্থিতির ওপর ভিত্তি করে আকাশসীমা পুনরায় খোলার বিষয়ে পরবর্তী ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।

সম্পর্কিত বিষয়: