বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

আন্তজার্তিক ডেস্ক :

প্রকাশিত: ১৩:০২, ৭ মে ২০২৫

ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের
সংগৃহীত

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।

 

বুধবার (৭ মে) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

 

তিনি আরও জানান, হামলার পর কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটক করা হয়েছে। খবর রয়টার্সের।

 

প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, “ভারতের পাঁচটি যুদ্ধবিমান, একাধিক মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) এবং নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বেশ কয়েকটি ফাঁড়ি ধ্বংস করা হয়েছে।”

 

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, ভূপাতিত হওয়া যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-৩০ এবং একটি মিগ-২৯। তাদের দাবি, পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা প্রতিরোধ হিসেবে এসব বিমানকে লক্ষ্যবস্তু বানানো হয়।

 

এদিকে ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের অন্তত ৯টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই অভিযানে পাকিস্তানের সামরিক বাহিনীর স্থাপনাগুলোকে নিশানা করা হয়নি।

 

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতের পর ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ এবং মুজাফফরাবাদে কমপক্ষে ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।

 

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্রতর হয় গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর এক সন্ত্রাসী হামলার পর। ওই ঘটনায় ২৬ জন নিহত হন। এর পর থেকেই দুই দেশের মধ্যে সামরিক সংঘাত চরমে পৌঁছেছে।

সম্পর্কিত বিষয়: