গুমের মামলায় হাসিনার আইনজীবী জেড আই খান পান্না
গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দু’টি মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে জেড আই খান পান্নাকে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ নিয়োগ অনুমোদন করে।
এদিকে একই ঘটনাসংশ্লিষ্ট দুই মামলায় শেখ হাসিনা, সাবেক ও বর্তমান ২৫ সেনাকর্মকর্তাসহ মোট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ আগামী ৩ ও ৭ ডিসেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।



























