বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৪, ২৭ নভেম্বর ২০২৫

শেখ হাসিনার পক্ষে লড়ার সিদ্ধান্ত পাল্টালেন আইনজীবী পান্না

শেখ হাসিনার পক্ষে লড়ার সিদ্ধান্ত পাল্টালেন আইনজীবী পান্না
ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে আদালতে আইনি লড়াইয়ে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন প্রখ্যাত আইনজীবী জেড আই খান পান্না। 

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

আইনজীবী জেড আই খান পান্না ভিডিও বার্তায় তার এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলেন, যে আদালতের উপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না।

তিনি আরও জানান, রাষ্ট্র কর্তৃক শেখ হাসিনার আইনজীবী হিসেবে তার নিয়োগের আনুষ্ঠানিক চিঠি এখনো তিনি পাননি। চিঠি হাতে পেলে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের কথা জানাবেন।

এই প্রসঙ্গে তিনি তার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে চলমান মামলার কথা উল্লেখ করে বলেন, তিনি সেই মামলায় ফজলুর রহমানের পক্ষে লড়বেন। একই ভিডিও বার্তায় জেড আই খান পান্না দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দণ্ডপ্রাপ্ত সজিব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুলের পক্ষেও আইনি লড়াই করার ঘোষণা দেন।

জনপ্রিয়