চারিদিকে ঠান্ডা কোথাও বসতে পারছি না : জয়া আহসান
চারিদিকে হিমেল হাওয়া, কুয়াশায় মোড়ানো প্রকৃতি। শীতের এই তীব্রতায় সাধারণ মানুষের মতোই জবুথবু অবস্থা অভিনেত্রী জয়া আহসানের। তবে শীতকে পাশ কাটিয়ে উষ্ণতা খোঁজার এক ব্যতিক্রমী উপায় বেছে নিয়েছেন তিনি।
ড্রয়িংরুমের আরামদায়ক সোফা ছেড়ে জয়া এখন সময় কাটাচ্ছেন বাড়ির মাটির রান্নাঘরে। আগুনের ওম নিতে নিতে সেখানেই সারছেন দুপুরের রান্না। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী, যা মুহূর্তেই নজর কেড়েছে ভক্তদের।
ভিডিওতে দেখা যায়, শীত মোকাবিলায় পরনে মোটা জ্যাকেট, মাথায় টুপি ও পায়ে মোজা থাকলেও ঠান্ডায় কাঁপছেন জয়া। আর সেই ঠান্ডা থেকে বাঁচার উপায় হিসেবে তিনি বেছে নিয়েছেন বাড়ির মাটির চুলা। আগুন জ্বালানো চুলার পাশে বসে রান্নার প্রস্তুতি নিতে দেখা যায় তাকে।
ভিডিওতে জয়া আহসান বলেন, ‘আমি আসলে খুব একটা রান্নাবান্না পারি না। আমাদের এখানে একটা মাটির রান্নাঘর আছে, অনেকগুলো মাটির চুলা। আমি নিজে রান্না না জানলেও ওদের রান্নায় একটু হাত লাগাই।’
তিনি আরও বলেন, ‘শীতকালে তাই মাটির চুলাতেই রান্না করছি। চারদিকে এত ঠান্ডা যে কোথাও বসতেই পারছি না। শুধু এই রান্নাঘরেই বসে থাকছি। মাটির চুলার আগুনে কী যে আরাম! আর এখানে রান্না করা খাবার খেতেও দারুণ মজা।’
ভিডিওটি প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসায় ভাসছেন জয়া আহসান। অনেকেই মন্তব্য করেছেন, এত বড় তারকা হয়েও শেকড়ের সঙ্গে তার এমন সংযোগ সত্যিই মুগ্ধ করার মতো। আবার কেউ কেউ মাটির চুলার রান্নার স্বাদ ও শৈশবের স্মৃতি ফিরে পেয়েছেন বলে মন্তব্য করেছেন।
শীতের এই অলস দুপুরে জয়া আহসানের এমন ঘরোয়া ও সহজ রূপ ভক্তদের কাছে নিঃসন্দেহে এক অন্যরকম প্রাপ্তি।



























