বুধবার ০৭ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১:৫৬, ৫ জানুয়ারি ২০২৬

জামিনে মুক্ত জুলাইযোদ্ধা সুরভী

জামিনে মুক্ত জুলাইযোদ্ধা সুরভী
ছবি: সংগৃহীত

জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (০৫ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের এই সাহসী কন্যা । এর সন্ধ্যা সোয়া ৬টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ-১-এর বিচারক অমিত কুমার দে তাকে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

তারও আগে দুপুর ১টার দিকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক সৈয়দ ফজলুল মহাদি সুরভীর দুই দিনের রিমান্ড আদেশ দেন।

এ আদেশের পর আদালতপাড়ায় ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে বিক্ষোভ হয়। এ ছাড়া রিমান্ড আদেশের পর গারদখানা থেকে প্রিজন ভ্যানে তোলার সময় চিৎকার করে সুরভী বলেন, ‘তদন্ত ছাড়া আমারে রিমান্ড দিছে। ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি। কোনো রকম তদন্ত ছাড়াই আমারে রিমান্ড দিছে।’

১৭ বছর বয়সী সুরভীর রিমান্ড আদেশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। বিষয়টি নজরে আসার পর আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুক পোস্টে লেখেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে।’

জনপ্রিয়