বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:১৮, ৭ জানুয়ারি ২০২৬

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
ছবি: সংগৃহীত

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে। প্রশাসনিক কারণ এবং পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় মোট ১৭টি পরীক্ষা কেন্দ্র এবং ২২১টি ভেন্যু বাতিল করা হয়েছে। এর ফলে ঢাকা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার মোট কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৭টি, যার মধ্যে ৭টি কেন্দ্র বিদেশে অবস্থিত।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৬ জানুয়ারি) এই তথ্য জানানো হয়। একই সঙ্গে বোর্ডের ওয়েবসাইটে চূড়ান্ত কেন্দ্র তালিকাও প্রকাশ করা হয়েছে।

এর আগেই, ৫ জানুয়ারি জারি করা এক পৃথক আদেশে কিছু কেন্দ্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা প্রশাসনিক কারণে এবং পরীক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ার ফল।

বাতিল হওয়া কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে— ঢাকা-৬৯ (হাজি এম. এ. গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়), ঢাকা-৭৮ (হাজি বিল্লাত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়), শিবালয়-২ (রাওয়ান ইনে রমজান স্কুল অ্যান্ড কলেজ), জয়ানগর (জয়ানগর জুলমত আলী উচ্চ বিদ্যালয়), কামারখালী (কামারখালী উচ্চ বিদ্যালয়) এবং মির্জাপুর ক্যাডেট কলেজ।

এছাড়া আরও যে কেন্দ্রগুলো বাতিল করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে— করটিয়া এইচ. এম. ইনস্টিটিউশন, তালমা নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়, নগরকান্দা-২ সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়, ডামুড্যা-২ কনেশ্বর এস সি এডওয়ার্ড ইনস্টিটিউশন, রাড়ী কান্দি হাজী বাড়ী উচ্চ বিদ্যালয়, চরভাগা বঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ঢাকা-৩০ আনোয়ারা বেগম মুসলিম উচ্চ বালিকা বিদ্যালয়।

এদিকে, বালিয়াকান্দি-২ কেন্দ্রের অধীন লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষার্থীর সংখ্যা কম থাকায় বাতিল করা হয়েছে। পাশাপাশি বিদেশে অবস্থিত এ্যাথেন্স (গ্রিস) কেন্দ্রের বাংলাদেশ দোয়েল একাডেমি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

জনপ্রিয়