ছাগলকাণ্ডের লায়লা কানিজের ২ লকার তল্লাশির অনুমতি
ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী এবং নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের নামে থাকা দুটি ব্যাংক লকার তল্লাশির অনুমতি দিয়েছেন আদালত।
সোমবার (আজ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। লকার দুটি রাজধানীর শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ারে অবস্থিত শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি শাখায় রয়েছে।
এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. ইসমাঈল লায়লা কানিজের মালিকানাধীন উক্ত দুটি লকার তল্লাশির অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, গত বছরের ১৫ জানুয়ারি বসুন্ধরা আবাসিক এলাকা থেকে লায়লা কানিজকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে এক কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। পাশাপাশি অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি এক লাখ ৫৮ হাজার ১০৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদক মতিউর রহমান ও লায়লা কানিজের বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আসামিরা জেল হাজতে আছেন।
তদন্তকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, লায়লা কানিজের নামে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ার শাখায় দুটি লকার রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে ওই লকার দুটি তল্লাশি করা অত্যাবশ্যক বলে আবেদনে উল্লেখ করা হয়।



























