৫ দিনের রিমান্ডে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান

রংপুরে মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার ( ৩১ জানুয়ারি) চিফ মেট্রোপলিটন আদালতে তোলা হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবী রাণী রায় এ আদেশ দেন।
এদিন আসামিকে আদালতে তুলে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজুর রহমান। আসামিপক্ষে শুনানি করেন লিগ্যাল এইডের অ্যাডভোকেট ইতফা আক্তার। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টায় রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলির এক আত্নীয়ের বাসা থেকে নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেন সাবেক এই মন্ত্রী। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং একাধিক হত্যা মামলা রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার বলেন, ‘গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করা হয়। তার নামে একাধিক হত্যা মামলা রয়েছে। সাবেক এ মন্ত্রীকে চেকআপের জন্য রংপুর মেডিকেলে নেওয়া হয়েছিল। শুক্রবার রিমান্ড আবেদনের জন্য আদালতে তোলা হয় তাকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট সংঘর্ষে মাহমুদুল হাসান মুন্না নিহত হন। ওই ঘটনায় গত ২৯ আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলি আদালতে ১২৮ জনকে আসামি করে নিহতের বাবা কাউনিয়া উপজেলার বরুয়াহাট এলাকার আব্দুল মজিদ বাদী হয়ে মামলা করেন।