শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭, ১৩ সেপ্টেম্বর ২০২৫

ঢাকায় থেমে থেমে বৃষ্টি, রাতেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ঢাকায় থেমে থেমে বৃষ্টি, রাতেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে লঘুচাপের প্রভাবে দিনভর কম-বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাতেও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে রাতের তাপমাত্রা মূলত অপরিবর্তিত থাকবে।

আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৯০ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। গত ছয় ঘণ্টায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে।

আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনার কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত বিষয়: