মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৯:২২, ১৬ সেপ্টেম্বর ২০২৫

নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে কঠোর অবস্থান

নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে কঠোর অবস্থান
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগসহ অঙ্গসংগঠনগুলোর ঝটিকা মিছিল ঠেকাতে কঠোর হচ্ছে সরকার। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলাগুলোর চার্জশিট দ্রুত দাখিল করা হবে। গ্রেপ্তার আসামিদের দ্রুত বিচারকাজ শেষ করতে প্রসিকিউশন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই ছোট ছোট ঝটিকা মিছিল করছে দলটির নেতাকর্মীরা। এসব মিছিলে সাধারণত ১৫ থেকে ৫০ জন অংশ নিলেও, গত ৫ সেপ্টেম্বর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় কয়েকশ লোক নিয়ে বড় মিছিল হয়। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর এটিই ছিল সবচেয়ে বড় মিছিল।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী বলেন, “ঝটিকা মিছিলের ক্ষেত্রে কোনো ছাড় নয়। নিয়মিত অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম শানতু বলেন, “সন্ত্রাসবিরোধীসহ সব আইনের বিধান কার্যকরে কোনো ছাড় দেওয়া হবে না।”

পুলিশ সদর দপ্তরের এএইচএম শাহাদাত হোসেন জানান, আইনের যথাযথ প্রয়োগে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. ওমর ফারুক বলেন, “জুলাই অভ্যুত্থান–সমর্থক দলগুলোর অনৈক্য অনেকাংশে দায়ী। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হওয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।”

সরকারের সংশ্লিষ্ট মহল জানিয়েছে, রাজধানীর বাইরেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হবে। প্রয়োজনে জেলা ও মেট্রোপলিটন পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সহযোগিতা নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়: