শনিবার ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮, ২ অক্টোবর ২০২৫

দেশের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

ঢাকাসহ অধিকাংশ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার (৪ অক্টোবর) রংপুর বিভাগের অধিকাংশ এবং অন্যান্য বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (৫ অক্টোবর) রংপুর বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য কয়েকটি বিভাগে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (৬ অক্টোবর) রংপুরসহ দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়