সোমবার ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৬, ৩ নভেম্বর ২০২৫

দেশ কোনদিকে যাবে তা নির্ভর করছে নির্বাচনের ওপর: সিইসি

দেশ কোনদিকে যাবে তা নির্ভর করছে নির্বাচনের ওপর: সিইসি
ছবি: সংগৃহীত

“বাংলাদেশ এখন এক সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় দেশ কোনদিকে যাবে, তা আগামী জাতীয় নির্বাচনের ওপরই নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।”

সোমবার জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্র নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রম শেষে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, “রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া কখনোই একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়।” তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে প্রায় ১০ লাখ মানুষ নির্বাচনী কার্যক্রমে যুক্ত থাকবেন। এবার কারাবন্দি ভোটার এবং প্রবাসী বাংলাদেশিদের জন্যও অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

তিনি বলেন, “নির্বাচনে আনসার সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংখ্যার দিক দিয়ে এটিই সবচেয়ে বড় বাহিনী। তাই শুধু প্রচলিত নিয়মে কাজ করলে চলবে না—এর বাইরে গিয়ে দায়িত্ব পালন করতে হবে।”

সিইসি আরও সতর্ক করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোট ও প্রার্থীদের নিয়ে অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে। এ বিষয়ে তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং বলেন, “প্রযুক্তির সুবিধা নিতে হবে, অপব্যবহার নয়।”

জনপ্রিয়