ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৪৭
দেশে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৭ জন রোগী।
সোমবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগের দিন, রোববার (২ নভেম্বর) ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু এবং ১ হাজার ১৬২ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
সংস্থার তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ হাজার ৮২২ জন। এ সময়ে প্রাণ হারিয়েছেন ২৮৮ জন রোগী।
উল্লেখ্য, ২০২৪ সালে (জানুয়ারি-ডিসেম্বর) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন।
এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে প্রাণ হারান মোট ১ হাজার ৭০৫ জন, এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।



























