অধিকার আদায় ও পেশাগত উন্নয়নের রোল মডেল আইইবি
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) দেশের প্রকৌশলীদের অধিকার আদায় ও পেশাগত উন্নয়নের জাতীয় প্রতিষ্ঠান। দেশের সকল প্রকৌশলীদের অধিকার আদায় ও পেশাগত দক্ষতার মানোন্নয়নে রোল মডেল আইইবি। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল প্রতিষ্ঠানগুলোকে একই সেতুবন্ধনে আনতে কাজ করছে আইইবি৷ এই প্রতিষ্ঠান সময়ের সাথে তাল মিলিয়ে প্রকৌশল জ্ঞানকে বিশ্ব দরবারে তুলে ধরতে কাজ করছে।
রবিবার সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর পেপার মিট উপলক্ষে লোগো এবং ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এইসব কথা বলেন৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)'র চেয়ারম্যান ও আইইবির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু),
সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন এবং বুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. এ. বি. এম. হারুন-উর-রশিদ।
আইইবির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোতাহার হোসেনের সভাপতিত্বে এবং সম্পাদক ইঞ্জিনিয়ার উমাশা উমায়ুন মনি চৌধুরীর সঞ্চালনায় দেশের তড়িৎ প্রকৌশল বিভাগের প্রকৌশলীরা বক্তব্য রাখেন।
বক্তারা আরও বলেন, অতীতের অনেক প্রতিবন্ধকতা এবং অপেশাদারিত্ব কার্যক্রমকে পরিহার করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরান্বিত করার জন্য আইইবির তড়িৎ প্রকৌশল বিভাগ কাজ করছে।
উল্লেখ যে, আগামী ১৩-১৪ ডিসেম্বর আইইবিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ আনন্দের সাথে ঘোষণা করছে যে ষষ্ঠ বার্ষিক পেপার মিট (APMEE 2025) ১৩-১৪ ডিসেম্বর, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।



























