রোববার ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৩, ৯ নভেম্বর ২০২৫

নন-এমপিও শিক্ষকদের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নন-এমপিও শিক্ষকদের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ছবি: সংগৃহীত

এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত নন-এমপিও শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। এতে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং কয়েকজন আহত হন।

রোববার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সচিবালয়ের উদ্দেশে মিছিল নিয়ে অগ্রসর হওয়ার সময় পুলিশ তাদের থামিয়ে দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ও জলকামান থেকে পানি নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

পরে ঘটনাস্থল থেকে কয়েকজন শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, এমপিওভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন নন-এমপিও শিক্ষকরা। রোববার সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশ বাধা দেয়, এ সময় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

জনপ্রিয়